দুয়ারী (dooari.com.bd) একটি জনপ্রিয় খুচরা বিক্রয় কেন্দ্র, যা কোনো পণ্য প্রস্তুত করে না। ওয়ারেন্টি দাবির পণ্য সরাসরি ক্রেতার পক্ষ থেকে উৎপাদনকারী বা সরবরাহকারীর কাছে পাঠানো হয়। আমরা আন্তর্জাতিক (পণ্য ভেদে), দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুসরণ করি।
দুয়ারী (dooari.com.bd) যেকোনো সময় ওয়ারেন্টি নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।